আরেক রকম ● নবম বর্ষ দশম সংখ্যা ● ১৬-৩১ মে, ২০২১ ● ১-১৫ জ্যৈষ্ঠ, ১৪২৮

চিঠির বাক্সো

প্রেরকঃ অলোককুমার সেনগুপ্ত

তারিখঃ ১৬ মে, ২০২১


"আরেক রকম" পত্রিকার নবম বর্ষ, অষ্টম-নবম সংখ্যায় প্রকাশিত মালিনী ভট্টাচার্যের "ভাষার জন্য" সন্দর্ভের পরিপ্রেক্ষিতে আমার অভিজ্ঞতা জানাচ্ছি।

আমি ১৯৪৯-১৯৫৫ পর্যন্ত তৎকালীন সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম এবং ঐ বিদ্যালয় হতেই ১৯৫৫ সালে স্কুল ফাইনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। সে সময় ঐ বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের আরও কিছু বিদ্যালয় সরকারি বিদ্যালয় হিসাবেই পরিগণিত হত (তখন Govt. Sponsored School-এর কোনো অস্তিত্ব ছিল না বলে মনে হয়)। আমার বয়স এখন আশির কাছাকাছি।

আমাদের বিদ্যালয়ের Progress Report অর্থাৎ Result Sheet ছিল লম্বায় এক ফুটের বেশি এবং চওড়ায় প্রায় দশ ইঞ্চি। এটা মনে হয় তৎকালীন সব সরকারি স্কুলের Progress Report-এর Format কারণ এটার সামনের পাতায় কোন বিদ্যালয়ের নাম ছাপা থাকতো না।

পরিবর্তে উপরের দিকে একটি সরলরেখার প্রান্তে School কথাটি ছাপা থাকতো এবং ফাঁকা সরলরেখার উপর নির্দিষ্ট বিদ্যালয়ের Rubber Stamp মারা হতো। Progress Report-এর সামনের পাতায় ছাপা থাকতো First Indian Language অর্থাৎ English Paper I and II।

এরপর ছাপা থাকতো Second Indian Language অর্থাৎ আমাদের ক্ষেত্রে Sanskrit Paper I and II। তারপর থাকতো ছাপা অক্ষরে Major Vernacular অর্থাৎ আমাদের জন্য Bengali Paper I and II।

এখানে বলে রাখা দরকার যে English, Sanskrit আর Bengali সব হাতে লেখা হতো।

ক্রমশ ছাপা অক্ষরে চলে আসত Mathematics, History, Geography, Science, Hygiene ইত্যাদি।

এই বিষয়গুলির পাশে চার পাঁচটি উল্লম্ব রেখা থাকতো যা ছিল Half-Yearly আর Annual পরীক্ষার ফুল মার্কস, পাস মার্কস এবং প্রাপ্ত নম্বরের দ্যোতক। পিছনের পাতায় লেখা থাকতো Conduct, No Attendance ইত্যাদি।

তাহলে দেখা যাচ্ছে ব্রিটিশ ভারতের রেওয়াজ উত্তর-স্বাধীনতা কালেও চালু ছিল কিন্তু আমরা ইংরাজী ও বাংলা উভয় ভাষাতেই শিক্ষা পেতাম। এই চিঠিতে অন্য কিছুর সম্বন্ধে বিস্তারিতভাবে বলা শোভন নয় কারণ পরিপ্রেক্ষিত আলাদা।

অলোককুমার সেনগুপ্ত
সল্টলেক (বিধাননগর)
কলকাতা-৭০০০৬৪

তারিখঃ ১৬ মে, ২০২১