আরেক রকম ● ত্রয়োদশ বর্ষ প্রথম সংখ্যা ● ১-১৫ জানুয়ারি, ২০২৫ ● ১৬-২৯ পৌষ, ১৪৩১

সম্পাদকীয়

এক যুগ অতিক্রান্ত


'আরেক রকম' পত্রিকা বারো বছর সম্পূর্ণ করে তেরো বছরে পা দিল। বিগত বারো বছর, বা এক যুগ ধরে, 'আরেক রকম' পশ্চিমবঙ্গ তথা ভারতে এক আরেক রকম সমাজের কল্পনায় নিজেকে নিয়োজিত রেখেছে, যেখানে সাম্প্রদায়িকতা, জাতিপ্রথা, দ্বেষ-হিংসা, দারিদ্র-অপুষ্টি-ক্ষুধা-বেকারত্বকে হারিয়ে এক মানবিক পৃথিবীতে আমরা সবাই বসবাস করব। কিন্তু কল্পনা বিলাস 'আরেক রকম'-এর উদ্দেশ্য নয়। বরং আমাদের সমাজে যা কিছু কদর্য, অমানবিক, দ্বেষ ও ঘৃণা পূর্ণ, তার বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে সেই কাঙ্ক্ষিত সমাজ স্থাপন 'আরেক রকম'-এর লক্ষ্য।

এই বারো বছরে ভারত তথা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মানচিত্র আমূল পরিবর্তিত হয়েছে। 'আরেক রকম' প্রতিষ্ঠা হওয়ার সময় বিজেপি দেশের মসনদে বসেনি, রাজ্যে তৃণমূলের শাসন যে এক দশক অতিক্রান্ত করবে সে কথা কেউ ভাবেনি, বিজেপি রাজ্যে বামপন্থীদের প্রতিস্থাপন করে রাজ্যের মুখ্য বিরোধী দল হয়ে যাবে সেকথাও ২০১৩ সালের জানুয়ারি মাসে বসে ভাবা যায়নি। এই একযুগ ধরে 'আরেক রকম' বিজেপি-র সাম্প্রদায়িকতা তথা তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লাগাতার সরব থেকেছে, কিন্তু রাজ্যের রাজনৈতিক সমীকরণ তাতে আটকে থাকেনি, বরং আরও বেশি করে দক্ষিণপন্থার দিকে ঝুঁকেছে।

এই পরিস্থিতিতে 'আরেক রকম'-এর আরও অনেক বেশি চিন্তাভাবনার করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে ক্ষুদ্র দলীয় সংকীর্ণতা এবং তাত্ত্বিক dogma-কে বিসর্জন দিয়ে বামপন্থীদের অনেক বেশি মৌলিক চিন্তাভাবনা করা উচিত। আমরা চাই সেই চিন্তাভাবনা স্থান পাক 'আরেক রকম'-এর পাতায়। বিজেপি তথা তৃণমূল দেশ তথা রাজ্যের কোটি কোটি মানুষের সমর্থন পাচ্ছে এবং বামপন্থীরা ক্রমে বিলীন কেন হয়ে যাচ্ছে এই নিয়ে স্বচ্ছ আলোচনার প্রয়োজন রয়েছে। দেশের শ্রেণি ভারসাম্য এবং জাতিপ্রথা কীভাবে সম্পৃক্ত, বিশ্বায়নের ফলে দেশের কোন শ্রেণির লাভ হয়েছে, কাদের ক্ষতি হয়েছে তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। 'আরেক রকম' যদিও গবেষণাধর্মী প্রবন্ধ ছাপার উপযুক্ত স্থান নয়, তবু সেই গবেষণার সারাংশ ছাপতে আমরা আগ্রহী। আমরা আগামীদিনে এই সমস্ত প্রয়োজনীয় আলোচনা আমাদের পত্রিকায় স্থান দিতে চাই।

কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে আমরা 'আরেক রকম' মুদ্রণ করতে পারছি না। শুধুমাত্র অনলাইনে কোনোক্রমে পত্রিকা প্রকাশ করছি। পাঠকদের প্রবল সমর্থন এবং দাবির উপর ভর করে বছরে একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করছি। কিন্তু উপরোক্ত বিষয়গুলি নিয়ে গভীর চর্চা করতে হলে 'আরেক রকম'-এর পাঠক তথা বন্ধুদের এগিয়ে আসতে হবে। আমরা আগামীদিনে এই ধরনের আলোচনা 'আরেক রকম'-এর পাতায় আশা করি নিয়ে আসতে পারব। কিন্তু তা সফলভাবে করতে হলে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

আরও একটি বছর শেষ হয়ে আমরা প্রকৃতির নিয়মে নতুন একটি বছরে পা দিচ্ছি। ২০২৪ সালে ভারতের মানুষ নরেন্দ্র মোদীর বিজয়রথের সামনে একটি বাধা তুলে ধরেছেন। কিন্তু বিজেপিকে মসনদ থেকে উৎখাত করা সম্ভব হয়নি। রাজ্যে আর জি করের নারকীয় কান্ড ঘটে গেছে, বড় আকারের আন্দোলন হলেও অভয়া আজও বিচার পায়নি। এইরূপ নানা না পাওয়া, অর্ধপাওয়া নিয়ে ২০২৪-কে বিদায় জানিয়েছি আমরা। আশা করব ২০২৫ সালে ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে, সুন্দর পৃথিবীর পক্ষে আমরা কিছুটা হলেও এগোতে পারব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যায় ও সাম্যের পক্ষে থাকুন, এই আশা করি।