আরেক রকম ● একাদশ বর্ষ প্রথম সংখ্যা ● ১-১৫ জানুয়ারি, ২০২৩ ● ১৬-২৯ পৌষ, ১৪২৯

সম্পাদকীয়

দশক পেরিয়ে - শিকড় অনুসন্ধানে


আরেক রকম প্রথম আলো দেখেছিল পয়লা জানুয়ারি, ২০১৩। অশোক মিত্র হাল ধরেছিলেন। আমাদের কালের বাংলার অন্যতম শ্রেষ্ঠ মার্কসীয় অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও সাহিত্যিক। সহযোগী ছিলেন শঙ্খ ঘোষ। বাঙালির সাংস্কৃতিক অভিভাবক। তাঁরা আজ প্রয়াত। তবে আরেক রকম-এর যাত্রা অব্যাহত। দেখতে দেখতে দশ বছর পেরিয়ে গেল। প্ৰতি মাসের ১ এবং ১৬ তারিখে নিয়মিত প্রকাশিত হয়েছে ৫৬ পৃষ্ঠার পত্রিকা।

তবে ২০২০-র এপ্রিল পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে কিছু বাধা পড়েছে। ছাপাখানা বন্ধ। গণপরিবহন রুদ্ধ। সেই পরিস্থিতিতে আরেক রকম খুঁজে নেয় বিকল্প ব্যবস্থা। ২০২০-র ১৬ই জুন প্রকাশিত হল আরেক রকম-এর অনলাইন সংস্করণ। এখনও প্রতি মাসে নির্দিষ্ট দিনে প্রকাশিত হয়ে চলেছে আরেক রকম-এর অনলাইন সংস্করণ। পাঠক-গ্রাহক-লেখক সকলের শুভেচ্ছা ও সহযোগিতায় পত্রিকা সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়েছে। পত্রিকার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয়।

লোকবলের অভাবে এখনও মুদ্রিত সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। বন্টন ব্যবস্থা বিপর্যস্ত। নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। আশা করি ভবিষ্যতে আরেক রকম অন্য সাজে পাঠকের দরবারে উপস্থিত হবে। ততদিন অনলাইনে আরেক রকম এগিয়ে চলুক।

আরেক রকম এগিয়ে চলেছে। বাম প্রগতিশীল গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে আগামীদিনে আরেক রকম স্থিতধী থাকবে। বাঙালির মনন ও চিন্তনের জগতে সামান্য হলেও অবদান রাখতে যথাসাধ্য চেষ্টা করছে। তবে বাংলা কি এগিয়ে চলেছে? এই প্রশ্ন আজকে আমাদের সামনে আছে। এই প্রশ্ন নিয়েই নতুন বছর শুরু হতে চলেছে।

সমস্ত পাঠক গ্রাহক লেখক শুভাকাঙ্খীকে নতুন বছর ২০২৩ এবং আরেক রকম-এর একাদশ বছরের সূচনা লগ্নের শুভেচ্ছা।

সম্পাদকমণ্ডলী, আরেক রকম